Home ত্রিপুরার খবর জেলার খবর মাদকাসক্তির প্রভাব ! মায়ের বকুনিতে ফাঁসিতে আত্মহত্যা ছেলের।

মাদকাসক্তির প্রভাব ! মায়ের বকুনিতে ফাঁসিতে আত্মহত্যা ছেলের।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,,১০ মে,,

মাদকের করাল গ্রাসে ফের প্রাণ গেল এক যুবকের। নেশাগ্রস্ত অবস্থায় মায়ের সঙ্গে ঝগড়ার পর নিজের ঘরের বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করল সেই যুবক । অর্ধেক রাতে ঘুম থেকে উঠে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে আর্তনাদ শুরু করেন মা সহ পরিবারের লোকজন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা রাস্তার মাথা এলাকায় । মৃত যুবকের নাম আপন দেবনাথ(১৯)। জানা যায় রাস্তার মাথা এলাকার আপন দেবনাথ দীর্ঘদিন যাবৎ নেশায় আসক্ত হয়ে আছে । প্রায় রাতেই নেশাগ্রস্ত অবস্থায় সে বাড়িতে ফেরে। মায়ের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক টাকা নিয়ে বাইরে থেকে বন্ধুদের সাথে নেশা সেবন করত সে। বৃহস্পতিবার রাতেও তাঁর ব্যতিক্রম হয়নি।। নেশাগ্রস্ত অবস্থায় রাতে বাড়িতে আসার পর আপন দেবনাথের মা ছেলেকে শাসন করেন। মায়ের সাথে কিছুটা সময় কথা কাটাকাটি হওয়ার পর মা ঘুমিয়ে পড়েন। অনেক রাতে ঘুম ভাঙ্গলে মা দেখতে পান আপন দেবনাথ ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলছে। ছেলের এমন অবস্থা দেখে তিনি বুকফাটা চিৎকার শুরু করেন। আপন দেবনাথের মায়ের চিৎকার শুনে রাতেই প্রতিবেশীরা জড়ো হন। খবর দেয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে রাতে একবার বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু রাতে পুলিশ আপন দেবনাথের মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর কোনরকম উদ্যোগ গ্রহণ করেনি। রাত ১: ৩০ মিনিট থেকে সকাল পর্যন্ত মৃত দেহ বারান্দায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় থাকে। সকাল বেলায়ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করতে অনেক সময় পার করে দেয়। তাতে করে স্থানীয়দের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version