Home জাতীয় খবর অন্তর্বর্তী জামিনে মুক্ত অরবিন্দ কেজরিওয়াল; খুশির হাওয়া বিরোধী শিবিরে।

অন্তর্বর্তী জামিনে মুক্ত অরবিন্দ কেজরিওয়াল; খুশির হাওয়া বিরোধী শিবিরে।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, ১০ মে,,

অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে এবং ১জুন পর্যন্ত কুড়ি দিনের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দেওয়া হয়। এই সময়ে তিনি রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারবেন বলে আদালতের নির্দেশে বলা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষের আইনজীবী সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানিয়েছেন। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বলে খবর। তবে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও তিনি এই সময়ে দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসে এবং দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না। দিল্লির লেফটেনান্ট গভর্নরের সম্মতি ছাড়া তিনি কোন সরকারি নথিতে সই করতে পারবেন না। প্রসঙ্গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তারপর থেকে তিনি ইডির হেফাজতে ছিলেন এবং পরবর্তীকালে তিহার জেল হেফাজতে ছিলেন। অবশেষে শুক্রবার তিনি সর্বোচ্চ আদালতের নির্দেশে অন্তর্বর্তীকালের জন্য জামিন পেয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে আপ কর্মী সমর্থক সহ দিল্লির সাধারণ নাগরিক মহলে ব্যাপক উৎসাহ রয়েছে। নাগরিকরা রাস্তায় বাজি পটকা পুড়িয়ে আনন্দ করছেন। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টি নেতার এই জামিন পাওয়ার বিষয়টিকে অনেকে নৈতিক জয় হিসেবে উল্লেখ করছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version