Home খেলার খবর মহিলা ডাবল লিগ ফুটবল কে কেন্দ্র করে উৎসাহ ।

মহিলা ডাবল লিগ ফুটবল কে কেন্দ্র করে উৎসাহ ।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,

এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ‘বাইকন্তুু নাথ মেমোরিয়াল মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতা’ শুরু হলো বুধবার থেকে। বুধবার দিনের প্রথম ম্যাচে অংশ নিয়েছিল জষ্পুইজলা প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। খেলার শেষে জম্পুইজলা প্লেয়ার সেন্টার কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়ের সাথে আসর শুরু করলো এিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচে এিপুরা স্পোর্টস স্কুলেরর হয়ে গোল ৩ টি করেন শ্রীয়া দেব। দিনের দ্বিতীয় ম্যাচে আনন্দনগর প্লে সেন্টার কে ১০ গোলে পরাজিত করে চলমান সংঘ। ম্যাচে চলমান সংঘের হয়ে হ্যাট্রিক করে স্নেহা দেবনাথ ও পুনমদিতা দেবনাথ। এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version