প্রতিধ্বনি প্রতিনিধি,, বিলোনিয়া,, ১৯ জুন,,
গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে দুই সন্দেহভাজন চোরকে আটক করল বিলোনিয়া থানার পুলিশ। ধৃত দুইজনের নাম শাজাহান মিয়া এবং মিজান মিয়া। শাজাহান মিয়ার বাড়ি শান্তির বাজার বাইখোরা এলাকায়। মিজান মিয়ার বাড়ি সোনামুড়া। মঙ্গলবার রাতে বিলোনিয়া থানার পুলিশ তাদের দুজনকে আটক করে এবং পরবর্তীকালে গরু চুরির মামলায় তাদেরকে গ্রেফতার করে। পুলিশের বিবরণ গত ১১ জুন রাতে বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীব নাগের বাড়ি থেকে ৪টি চুরি হয়েছিল। চুরির অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। পরদিন ১২ ই জুন রাতে TR07G0278 নম্বরের একটি ইকো গাড়ি উদয়পুরের কাকড়াবন থানার পুলিশ আটক করে । সেই গাড়িতে বিলোনিয়া থানা এলাকা থেকে চুরি হওয়া ৪টি গরু উদ্ধার হয়েছিল। সে সময় গাড়ি থেকে চালক পালিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেই গরু চুরির মামলায় মেলাঘর এলাকার মিজান মিয়াকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর বাইখোরা থেকে শাহজাহান মিয়াকে আটক করে। পুলিশ বুধবার তাদের দুজনকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের আর্জি জানিয়েছে।