Home ত্রিপুরার খবর পুলিশে অবসরপ্রাপ্ত বুড়োদের চাকরি;বেকার বঞ্চনার নতুন নিদর্শন রাজ্যে।

পুলিশে অবসরপ্রাপ্ত বুড়োদের চাকরি;বেকার বঞ্চনার নতুন নিদর্শন রাজ্যে।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৮ জুন,,

রাজ্য সাধারণ প্রশাসনের পাশাপাশি এবার পুলিশ অবসরপ্রাপ্তদের পুনর্বাসনে গুরুত্ব দিচ্ছে বিজেপি জোট সরকার। বেকারদের চাকরির টোপ দিয়ে বছরের পর বছর ঝুলিয়ে রাখার পর এবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হলো পুলিশের অবসরপ্রাপ্ত বুড়োদের পুন:নিয়োগের। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৬৭ জন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে পুনরায় চাকরিতে নিয়োগ করার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য সরকার আগরতলা এমবিবি বিমানবন্দর, শ্রীমন্তপুর রেলওয়ে স্টেশন এবং সাব্রম স্থলবন্দরে নিরাপত্তা রক্ষার জন্য এই ৬৭ জন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেবে। মঙ্গলবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্তের পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পর্যাপ্ত পরিমাণ সিআইএসএফ দিতে পারছে না বলে আগরতলা এম বি বি বিমানবন্দরে ইমিগ্রেশন এবং বাংলাদেশ চট্টগ্রাম পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে এই বিষয়টি দেখার কথা বলেছে। রাজ্য মন্ত্রিসভা ৬৭ পদে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের পূর্ণ নিয়োগের সিদ্ধান্ত করেছে। এই নিয়োগ চুক্তির ভিত্তিতে হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কিন্তু মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর বেকারদের মধ্যে ক্ষোভ আরো বেড়ে গেছে। কারণ রাজ্য বিভিন্ন দপ্তরের পাশাপাশি পুলিশে প্রচুর সংখ্যক শূন্য পদ রয়েছে। ইতিপূর্বে পুলিশের একাধিক শূন্য পদ পূরণে সরকারি বিজ্ঞপ্তি মূলে বেকাররা আবেদন করে চাকরির অপেক্ষায় ঝুলে আছে। দুদিন আগেও পুলিশের চাকরির দাবিতে বেকাররা পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

অথচ সেই সব নিয়োগ প্রক্রিয়া শেষ না করে রাজ্য সরকার পুলিশের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে ৬০ ঊর্ধ্ব বুড়োদের পুনঃনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক স্তরের নিরাপত্তার কাজে রাজ্য সরকার কেন বেকার যুবকদের ছেড়ে বুড়োদের ঘাড়ে দায়িত্ব চাপাতে চাচ্ছেন। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর রাজ্যের বেকারদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে এদিন মন্ত্রিসভায় পুলিশে পুনর্বাসনের সিদ্ধান্ত ছাড়াও ফায়ার সার্ভিসের ৪৯ টি সাব অফিসার পদ, খাদ্য দপ্তরে ৬ জন ফুড সাব-ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তরে ১৬ টি সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার, ১৭২ টি স্পেশালিস্ট মেডিকেল অফিসার সহ ২২৬ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে নিয়োগ সহ বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত হয়েছে। সমস্ত পদেই টিপিএসসি এবং জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version