প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ সেপ্টেম্বর,,
শুক্রবার আগরতলা মহাকরণে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের মহা পরিচালক ড. সাইমন হেচের সঙ্গে এক বৈঠক করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। ড. সাইমন হেচ রাজ্যের কৃষি ব্যবস্থা, বিশেষ করে আলু উৎপাদন ও এআরসি ও টিপিএস পদ্ধতির সাফল্য গভীর মনোযোগে পর্যবেক্ষণ করেছেন। রাজ্য সফর কালে তিনি নাগিছড়াস্থিত উদ্যান গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। ড. হেচ আশা ব্যক্ত করেছেন যে, ত্রিপুরার কৃষি চর্চা আন্তর্জাতিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।এই সাক্ষাৎ শুধু রাজ্যের কৃষক সমাজের জন্য নয়, রাজ্যের কৃষি-অর্থনীতির ভবিষ্যতের জন্যও এক অনন্য অনুপ্রেরণা বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী শ্রী নাথ। ত্রিপুরার মাটির সম্ভাবনাকে বিশ্বের দরবারে তুলে ধরার পথে এই সাক্ষাৎ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে দাবী করেছেন।