Home ত্রিপুরার খবর আগরতলা খবর নেপালে আটকে খয়েরপুরের স্বপ্নজিৎ। পরিবারের পাশে বিধায়ক, সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার আশ্বাস।

নেপালে আটকে খয়েরপুরের স্বপ্নজিৎ। পরিবারের পাশে বিধায়ক, সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার আশ্বাস।

0

প্রতিনিধি,, আগরতলা,, ১১ সেপ্টেম্বর,,

নেপালে বর্তমান সময়ে অস্থির পরিস্থিতির মধ্যে সেখানে গিয়ে আটকে আছে রাজ্যের পুরাতন আগরতলার স্বপ্নজিৎ চৌধুরী। স্বপ্নজিৎ চৌধুরীর বাড়ি খয়েরপুর বিধানসভার পুরাতন আগরতলা বাজার সংলগ্ন এলাকায়। তার বাবার নাম খোকন চৌধুরী। স্বপ্নজিৎ কলকাতায় একটি কলেজে পিএইচডি করছিল। রিসার্চ এর কাজে কলেজের আরো তিনজন ছেলের সাথে ৪ সেপ্টেম্বর সে নেপালে গিয়েছিল। ৮ সেপ্টেম্বর তাদের নেপাল থেকে ফিরে আসার কথা। কিন্তু ওই দিনই সেখানে গণ বিদ্রোহে সরকারের পতন হয়। গোটা নেপাল জোরে অস্থিরতা ছড়িয়ে পড়ে। সেনা শাসন জারি হয়। নিজের তিন সহপাঠীর সাথে সেখানে আটকে পড়ে স্বপ্নজিৎ। স্বপ্নজিৎ বর্তমানে নেপালের পশুপতি মন্দির সংলগ্ন একটি হোটেলের রয়েছে। তার পরিবার স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপ্নজিতের বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। সঙ্গে ছিলেন এলাকার মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক, সহ-সভাপতি অপূর্ব ভৌমিক সহ অন্যান্যরা।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।)

বিধায়ক স্বপ্নজিতের বাড়িতে গিয়ে তার মা-বাবার সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। বিধায়ক স্বপ্নজিতের সঙ্গে মোবাইলে ভিডিও কল করে কথা বলেন এবং সেখানকার পরিস্থিতি সহ তার অবস্থান সম্পর্কে জানেন। বিধায়ক আশ্বস্ত করেছেন তিনি এই বিষয়টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রকে যোগাযোগ করবেন। তিনি স্বপ্নজিৎকে সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। কঠিন সময়ে বিধায়ককে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্বপ্নজিতের মা-বাবা। তারা আশাবাদী বিধায়কের উদ্যোগে তাদের ছেলে শীঘ্রই সুষ্ঠুভাবে দেশে ফিরতে পারবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version