Home জাতীয় খবর মক্কায় হজ্ব শেষে দেশে ফিরলেন রাজ্যের হাজিরা।

মক্কায় হজ্ব শেষে দেশে ফিরলেন রাজ্যের হাজিরা।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৭ জুলাই,,

মক্কায় পবিত্র হজ্জ শেষে সুষ্ঠুভাবেই দেশে ফিরলেন রাজ্যের হজ যাত্রীরা। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ত্রিপুরার হজ যাত্রীরা। কলকাতা বিমানবন্দরে ত্রিপুরার হাজীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার সহ এক প্রতিনিধি দল। সেখান থেকে তাদেরকে হজ ভবনে নিয়ে রাখা হয়। এ বছর ত্রিপুরা রাজ্য থেকে মহিলা সহ ১০৭ জন হজ্বযাত্রী রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় মক্কায় হজ করতে গিয়েছিলেন। হজ করতে গিয়ে প্রচন্ড গরমে কয়েকজন সাময়িক অসুস্থ হলেও পরে তারা সুস্থ হয়ে উঠেন। রাজ্যের সমস্ত হাজীরা অক্ষত অবস্থায় দেশে ফিরে এসেছেন বলে জানা গেছে। আগামী এক দু দিনের মধ্যে তারা কলকাতা থেকে রাজ্যে এসে নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version