Home আন্তর্জাতিক সংবাদ ত্রিপুরার পুনরাবৃত্তি বাংলাদেশে; রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হতাহত একাধিক।

ত্রিপুরার পুনরাবৃত্তি বাংলাদেশে; রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হতাহত একাধিক।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ই জুলাই,,

ত্রিপুরার কুমারঘাটের পুনরাবৃত্তি ঘটলো এবার বাংলাদেশ বগুড়ায়। জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে খবর লেখা পর্যন্ত মৃত্যু হলো অন্তত ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রবিবার দুপুরের পর এই মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশের বগুড়ায়। এদিন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। জগন্নাথের রথ নিয়ে বের হতেই বিকেল পাঁচটার দিকে শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী বগুড়া সদরের সংসদ রাগেবুল আহসান, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। প্রচুর পুন্যার্থীর ভিড় জমেছিল এই রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে। রথে দড়ির টান পড়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই রথের চূড়ায় রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় শোকের আবহ রয়েছে। প্রসঙ্গত গতবছর ত্রিপুরার কুমারঘাটে উল্টো রথে একই ভাবে রথের চূড়ায় বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে দুর্ঘটনায় ৬ জনের বেশি পূর্ণ্যার্থীর মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকে। তবে এ বছর খবর লেখা পর্যন্ত রাজ্যে শান্তিতেই উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version