প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ জুলাই,,
কাজের দাবিতে ,নেশার বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এস এফ আই এবং ডি ওয়াই এফ আই ঢুকলি বিভাগীয় কমিটি। এ দিনের মিছিলটি আগরতলা ড্রপ গেইট থেকে শুরু করে নাগের জলায় এসে শেষ হয়। পরবর্তীকালে নাগেরজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ বাম ছাত্র যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব এবং যুব সদস্যরা।
পথসভায় দাঁড়িয়ে ভাষণ রাখতে গিয়ে সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ছাত্র এবং যুব বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। বর্তমান সময়ে নীট পরীক্ষার কেলেঙ্কারি সহ বিভিন্ন কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে মোদি সরকারকে বেকার বিরোধী ,শিক্ষা বিরোধী সরকার হিসেবে অভিযুক্ত করা হয়। একইভাবে রাজ্যের শাসক দলের নেতাদের মদতে মাদক কারবার এবং আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনায় তীব্র সমালোচনা করা হয়।