Home জাতীয় খবর বিপ্লবের আবার বিপ্লব ; ত্রিপুরায় বিজেপির জয়জয়কার ।

বিপ্লবের আবার বিপ্লব ; ত্রিপুরায় বিজেপির জয়জয়কার ।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৪ জুন,,
লোকসভা নির্বাচনের দুটি আসনেই ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হলেন বিজেপির ২ প্রার্থী। একইভাবে রামনগর বিধানসভা উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেলেন বিজেপি প্রার্থী দীপক কুমার মজুমদার। দেশের ক্ষমতায় বিজেপি এখনো এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। একইভাবে ভালোবাসার বার্তা দিয়ে অনেকটা আশানুরূপ ফলাফল করেছে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন “ইন্ডিয়া” জোট। সন্ধ্যা ৭:৩০ মিনিটে খবর লেখা পর্যন্ত ত্রিপুরার পশ্চিম আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৬ লক্ষ ১১ হাজার ৫৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তার নিকটতম ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে। বিপ্লব কুমার দেব ভোট পেয়েছেন ৮ লক্ষ ৮১ হাজার ৩৪১ টি। অন্যদিকে আশীষ কুমার সাহা ভোট পেয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৭৬৩ টি।

অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মা পেয়েছেন ৭ লক্ষ ৪৫ হাজার ৬৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী “ইন্ডিয়া” জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন দুই লক্ষ ৭৯ হাজার ৫৫৬ ভোট। সেখানে জয়ের ব্যবধান ৪ লক্ষ ৬৬ হাজার ৮১ ভোট।

৭ রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মেয়র দীপক কুমার মজুমদার ১৮ হাজার ১৮ ভোটের ব্যাপারে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের রতন দাস কে পরাজিত করেছেন। ফলাফল ঘোষণার পর বিজেপি প্রদেশ কার্যালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য এই জয়ের জন্য রাজ্যের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version