Home ত্রিপুরার খবর ধনছড়িতে জনতার হাতে আটক ৩ সন্দেহভাজন গরুচোর ! দেওয়া হলো পুলিশে।

ধনছড়িতে জনতার হাতে আটক ৩ সন্দেহভাজন গরুচোর ! দেওয়া হলো পুলিশে।

0
Oplus_131072

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ৩ জুন,,

গরু চুরির অপবাদে এবার ৩ জনজাতি যুবককে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। সোমবার দুপুরে এই ঘটনা বিশালগড় থানাধীন ধনছড়ি এলাকায় । গরু চোর সন্দেহে ধৃত তিন যুবকের নাম বিশ্বজিৎ দেববর্মা, বিশাল দেববর্মা,আরিয়ান দেববর্মা। তাদের তিনজনের বাড়ি এন সি নগর বলে জানা গেছে। অভিযোগ তারা গরু চুরি করে অবৈধভাবে বাংলাদেশে বিক্রি করে পাচার করে দেয়। রবিবার রাতেও তারা ধনছড়ি এলাকার এক বাড়ি থেকে গরু চুরি করে বলে অভিযোগ। রাতে স্থানীয় সত্যর ঞ্জন দাসের গোয়াল থেকে একটি গরু চুরি হয়ে যায়। সকালে উঠে বাছুরের চিৎকার শুনে সত্য রঞ্জন দাস এই চুরির ঘটনা টের করতে পারেন। সত্য রঞ্জন দাসের বাড়িতে গবাদিপশুর চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকার এক ব্যক্তি জানান রবিবার গভীর রাতে বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মা এই তিনজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। সোমবার দুপুরে এলাকাবাসী এই তিন জনকে আটক করে উত্তম মাধ্যম দিলে তারা চুরির ঘটনা স্বীকার করে বলে স্থানীয়দের দাবি। এলাকাবাসী পরে তাদের তিনজনকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সন্দেহভাজন তিন গরু চোরকে থানায় নিয়ে গেলেও চুরি করা গরু উদ্ধারে কোন তৎপরতা দেখায় নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে ক্ষোভ রয়েছে। স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। থানা পুলিশ চুরির ঘটনা প্রতিরোধে কিংবা চোরদের গ্রেপ্তার করে চুরির গরু উদ্ধারে কোন তৎপরতা দেখাচ্ছে না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version