প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ সেপ্টেম্বর,,
রাজ্যের বন্যা পরিস্থিতি কাটিয়ে ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে ৫৬৪ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ত্রিপুরা বিধানসভার অন্তিম দিনে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন সাম্প্রতিক কালে বন্যায় রাজ্যে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে। ত্রাণ এবং পুনরুদ্ধারের কাজকে তরাম্বিত করতে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একইভাবে বন্যা দুর্গত ত্রিপুরায় আগামী দুই মাস রাজ্যের ৯.৮ লক্ষ রেশনকার্ডধারী নাগরিকদের রেশন কার্ড প্রতি অতিরিক্ত ১০ কেজি চাল বিনামূল্যে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। একইভাবে গত ৭ জুলাই ২০২৪ তারিখে সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত গন্ডাছড়ায় রাস্তাঘাটের উন্নয়ন সামগ্রিক বিকাশ সহ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য ২৩৯ কোটি ১০ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ২৫ আগস্ট জিরানিয়া কৈতরাবাড়িতে হামলা এবং সংখ্যালঘু পরিবারকে নিঃস্ব করার ঘটনাতেও সুষ্ঠু তদন্তক্রমে আইনত স্বাস্থ্য গ্রহণ এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।