Home ত্রিপুরার খবর বন্যায় বিধ্বস্ত জাতীয় সড়ক, ক্ষতিগ্রস্ত আইএসবিটি: বন্ধ স্বাভাবিক যান চলাচল।

বন্যায় বিধ্বস্ত জাতীয় সড়ক, ক্ষতিগ্রস্ত আইএসবিটি: বন্ধ স্বাভাবিক যান চলাচল।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৩ আগস্ট,,

রাজ্যে ভারি বৃষ্টিপাত এবং বন্যায় বাড়িঘর, কৃষি জমির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে রাস্তাঘাট। জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক গুলোও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে রাস্তার একাংশ জলের স্রোত কিংবা ভূমি ধ্বসে ভেঙে পড়ে গেছে। বিভিন্ন অংশে তৈরি হয়েছে বিশালাকার ফাটল। জাতীয় সড়কে কিছু কিছু জায়গায় স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগরতলার চন্দ্রপুরে ভেঙে পড়েছে আন্তরাজ্য বাস টার্মিনাস তথা আইএসবিটির বাউন্ডারি ওয়াল সহ একাংশ।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলোর একাংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরেই আগরতলা শহরে কাটাখাল এবং হাওড়ার তীরবর্তী এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলা প্রশাসন থেকে। একইভাবে জাতীয় সড়কের আঠারমুড়া শিব মন্দির সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের ৪৭ মাইল এলাকায় রাস্তার উপর ৯ ফুট দীর্ঘ বিশালাকার ফাটল তৈরি হয়েছে। যে কোন সময় এই রাস্তায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পরিস্থিতি খতিয়ে দেখার পর বৃহস্পতিবার রাতে খোয়াই জেলাশাসকের দুর্যোগ মোকাবেলা শাখা থেকে নির্দেশে জারি করে এই রাস্তায় যানবাহন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।এছাড়াও রাজার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটে যান চলাচল বন্ধ এবং ঝুঁকিপূর্ণ রয়েছে। ফলে পরিবহন ব্যবস্থাও বিশেষভাবে প্রভাবিত রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version