Home ত্রিপুরার খবর জেলার খবর দুর্যোগ কাটতেই অভিযোগ শুরু ! জল-বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ছাউমনুতে।

দুর্যোগ কাটতেই অভিযোগ শুরু ! জল-বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ছাউমনুতে।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৩ আগস্ট,,

দুর্যোগ থামতেই অভিযোগ শুরু হয়ে গেছে নাগরিক মহলের। জল এবং বিদ্যুতের দাবিতে শুক্রবার সকালে রাস্তা অবরোধ করলো ধলাই জেলার ছাউমনু ব্লকের দুর্গাছড়া এলাকার নাগরিকদের একাংশ। স্থানীয় নাগরিকদের অভিযোগ গত এক সপ্তাহ ধরে এলাকাতে জল এবং বিদ্যুৎ কোনটাই নেই। বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা প্রচন্ড অসুবিধায় রয়েছেন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

এই রাস্তাটি ছৈলেংটা থেকে ছাউমনু পর্যন্ত যায়। সকালে রাস্তার উপর এই অবরোধ চলতে থাকে। রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন জমে যায়। যানবাহন চলাচলের প্রচন্ড সুবিধা দেরি হয়। খবর পেয়ে প্রথমে সংশ্লিষ্ট থানা পুলিশ গেলেও আন্দোলনকারীরা অবরোধ তুলেন নি। পরে সেখানে ছুটে যান এমডিসি হংসকুমার ত্রিপুরা। পরে এমডিসি-র আশ্বাসের পর অবরোধ মুক্ত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version