সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৩ অক্টোবর,,
সোমবার নবমীর সকালে আগরতলা দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো নবমী পূজা। প্রথা মেনে এদিন মায়ের পূজার পাশাপাশি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান । দুপুর ১২ টায় মায়ের অন্নভোগ অনুষ্ঠান হয়। সন্ধ্যায় হবে আরতি।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় হবে মায়ের দশমী পূজো। সন্ধ্যায় হবে বিসর্জন। নবমী পূজাকে কেন্দ্র করে দুর্গা বাড়িতে দর্শনার্থী এবং পুন্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।