প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ জুলাই,,
ক্ষমতা এবং অর্থের লোভে ৬ আগরতলায় জনপ্রিয় নেত্রী তথা বিজেপি প্রদেশ সহ-সভাপতি পাপিয়া দত্তের বিরুদ্ধে অপপ্রচার করছে খোদ শাসকদলেরই একাংশ। মঙ্গলবার রাতে পাপিয়া দত্তের বিরুদ্ধে ৬ আগরতলার বিভিন্ন স্থানে আপত্তিকর মন্তব্য সহ বিভিন্ন ধরনের পোস্টারিং হয়েছে। বুধবার সকালে এই পোস্টারিং স্থানীয়দের নজরে পড়তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকার জনপ্রিয় জননেত্রীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান নাগরিক মহল। বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয় এনসিসি থানায়। এনসিটি থানার পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাজীব ভট্টাচার্য নামে এক যুবককে গ্রেফতার করেছে। এই যুবকের বাড়ি ৬ আগরতলার পাঁচ নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে সেই যুবক শাসক দলীয় এক কাউন্সিলরের ষড়যন্ত্রে এই ধরনের পোস্টারিং করেছিল। কংগ্রেস দল থেকে আসা সেই কাউন্সিলর ক্ষমতা এবং অর্থের লোভে ষড়যন্ত্র করে পাপিয়া দত্তের ইমেজ নষ্ট করতে এই ধরনের অপপ্রচার করেছেন। ইতিমধ্যেই বিষয়টি দলের প্রদেশ সভাপতি সহ মুখ্যমন্ত্রীর নজরে নেওয়া হয়েছে। অর্থ এবং ক্ষমতার লোভে স্বদলীয় মহিলা নেত্রীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারে প্রদেশ নেতৃত্বও ক্ষুব্ধ রয়েছেন। দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ৬ আগরতলার শাসক দলীয় কর্মী-সমর্থকরা।
অন্যদিকে বুধবার জিবি বাজারে নতুন ব্যবসায়ী সমিতির নির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, জননেত্রী পাপিয়া দত্ত, ৬ আগরতলার মন্ডল সভাপতি, মন্ডল সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা।