Home ত্রিপুরার খবর আগরতলা খবর ধর্মীয় উৎসবের আগে রক্তদান সামাজিক দায়বদ্ধতার পরিচয়: গাউছিয়া সমিতির রক্তদান শিবিরে মেয়র।

ধর্মীয় উৎসবের আগে রক্তদান সামাজিক দায়বদ্ধতার পরিচয়: গাউছিয়া সমিতির রক্তদান শিবিরে মেয়র।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২২ ফেব্রুয়ারি,,

আগামী ২৫ ফেব্রুয়ারি ইন্দ্রনগরের ঐতিহ্যবাহী ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান তথা বাৎসরিক ওরশ শরীফকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আগরতলা ইন্দ্রনগর গাউছিয়া সমিতির অফিস কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন, ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, টি এস আই সির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গাউছিয়া সমিতির আব্দুল বারিক চৌধুরী, হাবিব উদ্দিন, মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যরা।

রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার গাউছিয়া সমিতির উদ্যোগের প্রশংসা করেন। মেয়র বলেন প্রতিবছর গাউছিয়া সমিতির অনুষ্ঠানে হিন্দু মুসলিম উভয় অংশের লোকজন অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান ত্রিপুরার ঐতিহ্য এবং সম্প্রীতিকে তুলে ধরে। এই সম্প্রীতি বহাল রাখার মধ্য দিয়ে আমাদের সমাজের, রাজ্যের এবং রাষ্ট্রের উন্নয়ন হবে বলে মেয়র সাহেব মন্তব্য করেছেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের প্রতিটি জায়গায় প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। তিনি বলেন ধর্মীয় ওরস শরীফের আগে এই রক্তদানের মধ্য দিয়ে গাউছিয়া সমিতি তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় তুলে ধরেছে। এদিনের রক্তদান শিবিরে গাউছিয়া সমিতির প্রায় অর্ধশত সদস্য রক্তদানে অংশ নেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version