Home ত্রিপুরার খবর পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের গুলিতে কৃষক খুন! রাজ্যেও কালা দিবসের ডাক সারা...

পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের গুলিতে কৃষক খুন! রাজ্যেও কালা দিবসের ডাক সারা ভারত কৃষক সভার।

0

আগরতলা,, ২২ ফেব্রুয়ারি,,

কৃষকদের দিল্লি অভিযানে খানাউরি সীমান্তে পুলিশের গুলিতে নিহত ২৪ বছরের তরুণ কৃষক শুভ করণ সিং-র মৃত্যুর প্রতিবাদে সারা দেশে ‘কালা দিবস’ পালনের ডাক দিলে সংযুক্ত কিষান মোর্চা এবং সারা ভারত কৃষক সভা । আগামীকাল ২৩ ফেব্রুয়ারি এই রাজ্যেও এই ‘কালা দিবস’ পালন করা হবে বলে সারা ভারত কৃষক সবার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বিবৃতি দিয়ে জানিয়েছেন। পুলিশের গুলিতে তরুণ কৃষকের মৃত্যুকে নিঁখুতভাবে হত্যা বলে নিন্দা করেছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।

ছবি: গুলিতে মৃত কৃষক শুভ করন সিং

তিনি শুভ করণ সিং-র শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন “এই খুন, রাষ্ট্রশক্তির, অন্ন দাতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই হত্যাকান্ড ‘মোদি শাসনের কৃষক প্রীতির নমুনা’। সেই দিশা’তেই হরিয়ানার মনোহর লাল খট্টর সরকার চলছে এবং অন্ন দাতাদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং অন্ন দাতাদের সাথে যুদ্ধ অপরাধীদের মত আচরণ করছে। কৃষকদের দিল্লি অভিযানকে ঐ সরকার বহিশত্রুর আক্রমণ বলে চিহ্নিত করে নিরীহ নিরস্ত্র অন্ন দাতাদের বিরুদ্ধে পুলিশী অস্ত্র ব্যবহার করছে যা সভ্য জগতে বিরল।” পবিত্র কর বলেন এই অন্ন দাতাদের দিল্লি অভিযানে এটি তৃতীয় মৃত্যু। পুলিশের গুলিতে খুন শুভ করণের দেহ ময়না তদন্তের পর দেখা গেছে যে তাঁর মাথায় গুলি লেগেছে। তিনি বিস্মিত হয়ে বলেন ‘ এর পর হরিয়ানা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে পুলিশের গুলির তত্ত্ব খাড়া করছেন যা এই দেশের কাছে লজ্জার’। তিনি বলেন ড্রোন থেকে টিয়ারগ্যাস ছুঁড়ে কৃষকদের রোখার চেষ্টা হয়েছিল যা বহিরশত্রুর সাথে করা হয়। একই ঘটনা আবার ঘটেছে বুধবার শম্ভু সীমান্তে।পুলিশের সরাসরি আক্রমণে অন্নদাতারা আক্রান্ত হচ্ছেন অথচ দেশের প্রধানমন্ত্রী চুপ কেন? তাহলে কি ধরে নেওয়া হবে তাঁর জ্ঞাতসারেই সব হচ্ছে? তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন রাষ্ট্রের গুলির শক্তিকে দেশের অন্নদাতারা পরখ করতে মাঠে নেমেছে তিনি আন্দোলনে সকলকে সামিল হতে আহ্বান জানান। সংযুক্ত কিষান মোর্চার জাতীয় সংসদ ও জেনারেল বডির সভার পর চুড়ান্ত আন্দোলনেরও সিদ্ধান্ত নেওয়া হবে। পবিত্র কর জানান ,আগামীকাল ২৩ শে ফেব্রুয়ারি সারা দেশের সাথে ত্রিপুরায় এই কৃষক হত্যা ও আক্রমনের প্রতিবাদে কালা দিবস পালন করবে সংযুক্ত কিষান মোর্চা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version