Home ত্রিপুরার খবর আগরতলা খবর “বই হল সারা পৃথিবীর জানালা।”বইমেলার উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী।

“বই হল সারা পৃথিবীর জানালা।”বইমেলার উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী।

0

সংবাদ প্রতিনিধি ,,আগরতলা,, ২১ ফেব্রুয়ারি,,

বুধবার ৪২ তম আগরতলা বইমেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। এদিন সন্ধ্যায় হাঁপানীয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বই মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বইকে ‘সারা পৃথিবীর জানালা’ হিসেবে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন “পাঠ্য বই পড়লেই চলবে না। সিলেবাসের বাইরের জগতকে বইয়ের মাধ্যমে চেনা যায়। সারা পৃথিবীর ‘উইন্ডো’ হলো বই। লেখকের চিন্তাভাবনা যেটা আমার মধ্যে নেই সেই কসমোপলিটন চিন্তাধারা বইয়ের মাধ্যমে জানা যায়। বই আমাদের উৎকর্ষতা বাড়ায়।”

মুখ্যমন্ত্রী আরও বলেন “এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড। মোবাইলের মাধ্যমে তারা অনেক বেশি জানেন। কিন্তু বইয়ের যে স্বাদ এবং রস তা মোবাইল এবং ইলেকট্রনিক্স যুগে সম্ভব নয়।”

মুখ্যমন্ত্রী সামাজিক অনুষ্ঠানে ফুলের পরিবর্তে বই উপহার দেওয়ার পুরাতন রীতিকে ফিরিয়ে আনতে বই প্রেমীদের পরামর্শ দেন। তিনি বইমেলাকে মেধা, সংস্কৃতি এবং সৃজনশীল ভাবনার অন্যতম মিলনকেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। উদ্বোধন অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন বই স্টল ঘুরে দেখেন এবং প্রকাশকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন মুখ্যমন্ত্রী সহ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কবি, লেখক এবং গবেষক সুভাষ সিংহ রায়। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বাংলাদেশ সহকারি হাই কমিশনের কমিশনার আরিফ মোহাম্মদ, ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।প্রসঙ্গত বুধবার থেকে শুরু হয়েছে আগরতলা বইমেলা। বইমেলাতে ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, এবং উত্তর প্রদেশের মোট ১৯১টি স্টল রয়েছে। আগামী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। এবারো বইমেলায় যাতায়াতের জন্য সরকারিভাবে বিশেষ বাস সার্ভিস চালু রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version