প্রতিধ্বনি প্রতিনিধি,, খোয়াই,, ১ জুন,,
লোকসভা ভোটের ফলাফল ঘোষণার আগেই ফের অস্থিরতা শুরু হলো শাসক দল বিজেপি এবং তাদের বন্ধু তিপড়া মথার কর্মী সমর্থকদের মধ্যে। খোয়াই তুলাশিখরে মথার কর্মীদের হামলার মুখে পড়লো স্থানীয় একটি বিজেপি নেতার পরিবার। অভিযোগ ওই বিজেপি নেতাকে হাতের নাগালে না পেয়ে বাড়িতে ভাঙচুর সহ তার ছোট ভাইকে দায়ের কোপে রক্তাক্ত করল মথা সমর্থকদের একাংশ।
(খবরের ভিডিও লিংক দেখতে এই ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন)
ঘটনা শনিবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় এদিন সকালে খোয়াই তুলাশিখর এলাকায় এক বিজেপি পরিবারের বাড়িতে ভাঙচুর চালায় তিপড়া মথার একাংশ সমর্থক। তখন বিজেপি কর্মীর ভাই রুস্তম দেববর্মাকে পেয়ে উশৃঙ্খল বাহিনী দা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ। রুস্তম আত্মরক্ষার জন্য জঙ্গলে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকে। আহত অবস্থায় রক্তক্ষরণ হলেও সে ভয়ে জঙ্গল থেকে বের হয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেনি। অনেক সময় পড়ে এলাকার লোকজন তাকে উদ্ধার করে তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথেই তাকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করা হয় । বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকাতে চাঞ্চল্য রয়েছে। লোকসভা ভোটের ফলাফলের আগে শাসক- শরিক দলের এই ঝামেলার কারণ এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।