সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৪ সেপ্টেম্বর,,
রবিবার সন্ধ্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে তার সরকারি বাসভবনে দেখা করলেন বাংলাদেশ থেকে আগত ঢাকা জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধিরা। ১৭ সদস্যক ঢাকা জাতীয় প্রেসক্লাবের প্রতিনিধি দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের কনফারেন্স হলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
ত্রিপুরার মাধ্যমে ভারত বাংলার সম্পর্ক উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার গণমাধ্যমের প্রতিনিধিদের আলোচনা হয়েছে। প্রসঙ্গত ত্রিপুরা সফরে আগত ঢাকা জাতীয় প্রেসক্লাবের প্রতিনিধি দল রবিবার ত্রিপুরার রাজনগর চোত্তাখলায় মৈত্রী পার্ক ঘুরে দেখেন এবং ত্রিপুরার কয়েকটি পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করেন। রবিবার রাতে আগরতলা প্রেস কবে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়, সমাজসেবী রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেই অনুষ্ঠানে ঢাকা জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সেই অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাব বনাম ঢাকা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সেই ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফি পায় আগরতলা প্রেস ক্লাবের খেলোয়াড়রা। এই অনুষ্ঠান ভারত বাংলা সম্পর্ককে আগামী দিনে আরও সুদৃঢ় করে তুলবে বলে দুদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা আসা ব্যক্ত করেছেন।