Home ত্রিপুরার খবর আগরতলা খবর স্মার্ট সিটিতে প্রশ্নের মুখে নিরাপত্তা! রাতের অন্ধকারে কাপড় দোকানে চুরি।

স্মার্ট সিটিতে প্রশ্নের মুখে নিরাপত্তা! রাতের অন্ধকারে কাপড় দোকানে চুরি।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৪ সেপ্টেম্বর,,,

দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানী আগরতলার ব্যবসায়ীরা যখন দোকানে নতুন করে মালপত্র তুলতে শুরু করছেন তখনই বেড়ে গেছে চুরির ঘটনা। রাজধানীতে প্রায় প্রতিদিন চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছে। রবিবার রাতে চুরি হয়েছে লেইক চৌমুনী স্বপন দেবনাথের কাপড় দোকানে। স্বপন বাবুর অভিযোগ চোর রাতে পেছনের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড়ের বান্ডেল নিয়ে গেছে। সকালে দোকান খুলতে গিয়ে তিনি চুরির ঘটনা টের পান।তিনি জানান এর আগেও কয়েকবার তার দোকানে চুরি হয়েছে। কিন্তু কোন বারই পুলিশ চুরির মামলার তদন্তে কোনো সাফল্য পায়নি। চুরির হাত থেকে রক্ষা পেতে তিনি দোকানে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন। কিন্তু গতকাল রাতে চোর চুরি করার সময় সিসি ক্যামেরার কানেকশন খুলে দেয় এবং পরবর্তীকালে হার্ডডিক্স নিয়ে পালিয়ে যায়। উৎসব মরশুমে রাজধানীতে চুরির ঘটনা বেড়ে যাচ্ছে বলে ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি হয়েছে।

অন্যদিকে রাজধানীর ধলেশ্বর এলাকায় স্বপন দাসের বাড়িতে ছিনতাইবাজ সন্দেহে ২ যুবককে আটক করা হয়। যেত দুইজন বহি রাজ্যের যুবক।

বাড়ির লোকেদের বিবরণ দুই যুবক এসে সোনার অলংকার পরিষ্কার করে দেওয়ার নাম করে সেগুলিতে এক ধরনের রাসায়নিক পাউডার ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে। বাড়ির প্রবীন এক মহিলার সর্তকতায় তারা সোনার ছিনতাই বাজ তার বদ উদ্দেশ্য চরিতার্থ করতে পারেনি। পরে বাড়ির লোকজন পুলিশের খবর দিয়ে সন্দেহভাজন দুই ছিনতাইবাজকে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version