সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৩ সেপ্টেম্বর,,,
আর মাত্র ৪৮ ঘন্টার অপেক্ষা। পাঁচ সেপ্টেম্বর মঙ্গলবার সোনামুড়া মহকুমার দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন সকাল থেকেই বক্সনগর বিধানসভা কেন্দ্র এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক চয়ন করতে ভোটাধিকার প্রয়োগ করবেন নাগরিকরা। রবিবার ছিল সরব প্রচারের শেষ দিন। শেষ দিনে শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআইএম পৃথক পৃথকভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের প্রচার শেষ করে। সরব প্রচারের শেষ দিনে বক্সনগরে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে বুথ ভিত্তিক পদযাত্রা এবং জন সম্পর্ক অভিযান হয়। বক্সনগর ২৬ নম্বর বুথের পদ যাত্রায় রীতিমতো জনঢন লক্ষ্য করা গেছে।
পদযাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা, ছিলেন জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, ৬ আগরতলার সাধারণ সম্পাদক তথা বক্সনগরের প্রভারি বিশ্বজিৎ রায়, সংখ্যালঘু মোর্চা নেতা মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন, দ্বৈপায়ন চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের পদ যাত্রায় হাজার হাজার লোক সামিল হয়ে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আগামী দিনে ইভিএমে বিজেপিকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। একইভাবে ধনপুর বিধানসভা কেন্দ্রেও এদিন প্রচারের ঝড় তুলেছিল শাসকদল বিজেপি। উভয় কেন্দ্রে সিপিআইএম শেষ দিনের প্রচারে বের হলেও জন সমর্থনের ক্ষেত্রে তারা শাসক দল থেকে অনেকটাই পিছিয়ে ছিল।