প্রতিধ্বনি প্রতিনিধি,,তেলিয়ামুড়া,, ১৮ এপ্রিল,,
বাড়ির উঠুন থেকে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম বিষাম্বর বৈশ্য । তাঁর বয়স আনুমানিক ৫১বছর। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই গ্রাম এলাকায়।পরিবারের বিবরণ বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ হঠাৎই সেখানে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সময় বাড়ির উঠুন থেকে তাঁর গরু আনতে যান বিষাম্বর বৈশ্য। তখনই বজ্রপাতের বিকট আওয়াজ হয়। পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন, বিষাম্ভর মাটিতে লুটিয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ।হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর মৃতদেহটি ময়না তদন্তের জন্য রাখা হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। আগামীকাল ময়নাতদন্ত শেষে কৃষকের মৃতদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে।এই ঘটনায় গোটা এলাকায় শোক রয়েছে। বিষাম্বরের এই আকস্মিক মৃত্যু তাঁর পরিবার সহ পাড়া-প্রতিবেশী স্বজন-বন্ধু কেউই মেনে নিতে পারছেন না।