প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ এপ্রিল,,
বৃহস্পতিবার গভীর রাত রামনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক রহস্য তৈরি হয়েছে। রান্নাঘর ৯ নাম্বার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০-১৫টি দোকান। ঘটনার বিবরণে পুলিশ জানায় রাতে রামনগর ফাঁড়ি থানার ওসি সহ পুলিশের একটি দল দুর্গা চৌমনি এলাকায় নাকার সামনে ডিউটি করছিল। হঠাৎই তারা ৯ নাম্বার রোডের পাশাপাশি দুর্গা চৌমনি বাজার সংলগ্ন এলাকায় ধোয়া এবং আগুন দেখতে পায়। প্রথমে একটি মুদি দোকানে আগুন লেগেছিল। পুলিশ সঙ্গে সঙ্গে খবর জানায় দমকল বিভাগে। পরপর দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নেভাতে শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১০-১৫ টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন এবং রামনগরে উপনির্বাচন। শান্তিপূর্ণভাবে প্রচার কার্য শেষ হওয়ার পর ভোটের আগের রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা রহস্য তৈরি করেছে। অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।