Home জাতীয় খবর বজ্রপাতে মৃত্যু ২ টি গবাদি পশুর, আহত ১! বিদ্যুতের খুঁটি ভেঙ্গে অন্ধকারে...

বজ্রপাতে মৃত্যু ২ টি গবাদি পশুর, আহত ১! বিদ্যুতের খুঁটি ভেঙ্গে অন্ধকারে জম্পুইজলা ঝনবাড়িয়া।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ১৮ এপ্রিল,,

কালবৈশাখীর ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে ব্যাপক ক্ষতি হলো জম্পুইজলায় । বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুটি গবাদি পশুর(গরুর)। আহত হয়েছে আরও একটি গবাদি পশু। একই সাথে গবাদি পশুর মালিকও বাজ পড়ে কিছুটা আহত হয়েছেন বলে খবর। ঘটনা বৃহস্পতিবার বিকেলে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জম্পুজলা নবশান্তিগঞ্জ ঝনবাড়িয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টির সাথে বজ্রপাত হয় জম্পুইজলাতে। ব্রজপাতে ঘটনাস্থলেই প্রাণ হারায়শান্তিগঞ্জ ঝনবাড়িয়া এলাকার গো-পালক দুলাল মিঞার দুটি গরু। আহত হয় একটি গরু‌। মালিক দুলাল মিয়াও আহত হযন। তাদের গরু ঘরের উপর এই বাজ পড়ে গরুগুলির মৃত্যু হয়েছে ‌বলে দাবি করা হচ্ছে। দুলাল মিয়া ওই সময় গরু ঘরেই ছিলেন। ‌বজ্রপাতে আহত হওয়ার পর বাড়ির অন্যান্য সদস্যরা দুলাল মিয়াকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর দুলাল মিয়াকে ছেড়ে দেওয়া হয়। দুলাল মিয়া একজন দিন মজুর এবং গো-পালক।গরুর দুধ বিক্রি করে তিনি সংসার খরচের একটা বৃহৎ অংশ জোগাড় করেন। এভাবে বাজ পড়ে গৃহপালিত দুটি আদরের ‌দুটি গরুর মৃত্যুতে দুলাল মিয়া সহ উনার পরিবারের লোকজন শোকগ্রস্ত এবং অসহায় হয়ে পড়েছেন। তারা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন। অন্যদিকে এদিনের প্রবল ঝরে জম্পুইজলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার সহ খুঁটি ভেঙ্গে পড়ে । ফলে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। ঝরে নাগরিকদের বাড়ি ঘরেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version