প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৯ জুন,,
তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। রবিবার সন্ধ্যায় পূর্বসূচী অনুযায়ী রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ছাড়াও এদিন শপথ গ্রহণ করেন অমিত শাহ ,রাজনাথ সিং সহ আরো কয়েকজন এদিন মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের আয়োজন ছিল রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি অতিথি সহ চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।