প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৯ জুন,,
এডিসি প্রশাসনের চাকরি পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় একজনকে গ্রেফতার করল পশ্চিম থানার তদন্তকারী পুলিশ। ধৃতের নাম চয়ন সাহা। তার বাড়ি আগরতলায়। আগরতলা অ্যাডভাইজার চৌমুহনীতে তার একটি জেরক্সের দোকান রয়েছে। এই দোকান থেকেই উত্তরপত্র জেরক্স হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তে নেমে পুলিশ রবিবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে এবং পরবর্তীকালে গ্রেফতার করেছে বলে খবর। পশ্চিম আগরতলা থানায় এই উত্তরপত্র ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষার পরিচালন বোর্ডের একজন সদস্য লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নিয়ে তদন্ত করছে। পশ্চিম থানায় মামলার নম্বর ৭০/২০২৪। এই বিষয়টি ইতিমধ্যেই নিজের সামাজিক মাধ্যমে খোলাসা করেছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।
তিনি বিষয়টি নিয়ে পুলিশের মহা নির্দেশকের কাছে চিঠি দিয়েছেন এবং ঘটনার সুস্থ তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। প্রসঙ্গত এডিসি প্রশাসনের অধীনে সাব জুনাল ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের ১১০ টি শূন্য পদ পূরণের পরীক্ষা ঘোষিত ছিল।রবিবার(আজকে) দুপুর সাড়ে বারোটায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৬ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। কিন্তু একদিন আগে শনিবার সেই প্রশ্নের উত্তরপত্র ফাঁস হয়ে যায়।এডিসি প্রশাসন সেই চাকরি পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে।