আগরতলার,, ৭ আগস্ট
কল্যানপুরে কর্মরত সাংবাদিক রাখাল ভট্টাচার্য আজ আর আমাদের মধ্যে নেই। ৭ই আগষ্ট বুধবার বিকেলে ত্রিপুরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। তাঁর অকাল প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। স্ত্রী ও এক নাবালিকা কন্যা , মা, ভাই সহ বহু গুণমুগ্ধ আত্মীয় পরিজন রেখে গেছেন। সাংবাদিক রাখাল ভট্টাচার্যের অকাল প্রয়াণে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন গভীর মর্মবেদনা জ্ঞাপন করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছে । প্রয়াতের স্ত্রী সন্তান সহ আত্মীয়- পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এদিকে ,আগরতলায় কর্মরত চিত্র সাংবাদিক ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য অভিজিত মজুমদারের মা যোগমায়া মজুমদার (৭০) গত ৫ আগস্ট সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। বাড়ি ইন্দ্র নগর। তিনি স্বামী সহ চার পুত্র ,দুই কন্যা, অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন। অ্যাসোসিয়েশন প্রয়াতার আত্মার চিরশান্তি কামনা করেছে এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করেছে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল দেবনাথ একপ্রেস বিবৃতিতে এই শোক বার্তা দিয়েছেন।