Home জাতীয় খবর আসামে প্রবল বৃষ্টিতে ভূমিধস ; মৃত্যু একই পরিবারের পাঁচজনের!

আসামে প্রবল বৃষ্টিতে ভূমিধস ; মৃত্যু একই পরিবারের পাঁচজনের!

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, করিমগঞ্জ,, ১৯ জুন,,

প্রবল বৃষ্টিপাতে ভূমিধসে ঘর চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের শিশুসহ পাঁচজনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে আসাম বদরপু‌র ভেন্ডারগুল তাজুরতল গ্রা‌মে। মঙ্গলবার রাতে সেখানে আব্দুল করিমের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির সদস্যরা যে (পাকা ওয়াল উপরে টিনের চাল) ঘরে ঘুমিয়ে ছিলেন সেই ঘরের পাশেই ছিল টিলা জমি। প্রবল বৃষ্টিপাতের ফলে রাতে টিলা ধ্বসে পড়ে ঘরের উপর। ভূমিধসে পুরো ঘর মাটি চাপা পড়ে যায়।

দুর্ঘটনায় ঘরের ভেতরে থাকা আব্দুল করিমের স্ত্রী সহ তিন কন্যা এবং এক নাতির মর্মান্তিক মৃত্যু হয়। যদিও কোনক্রমে প্রাণে বাঁচতে সক্ষম হন পান আব্দুল করিম। ঘটনার পর বদরপুর পুলিশ এবং এনডিআরএফ টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টায় মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত‌দের ম‌ধ্যে র‌য়েছেন আব্দুল করি‌মের স্ত্রী রাইমুন নেছা(৫৫), তার বড় মেয়ে শাহেদা খানম(১৮ ),১৬ বছরের মেয়ে জাহেদা খানম,১১ বছরের মেয়ে হামিদা খানম সহ ৩ বছ‌রের না‌তি মেহেদি হাসান। বুধবার ঘটনাস্থলে ছুটে গেছেন জেলা প্রশাসকের আধিকারিক দল। মৃতদেহ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে পাঠিয়েছে পু‌লিশ। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকাতে শোক রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version