দিল্লি,, ৬ মার্চ,,
ভারতবর্ষে এই প্রথম সফলভাবে হাত প্রতিস্থাপনের দৃষ্টান্ত তৈরি করল দিল্লি গঙ্গারাম হাসপাতালের একদল চিকিৎসক। ৪৫ বছরের এক চিত্রশিল্পী ২০২০ সালে রেল দুর্ঘটনায় নিজের দুটি হাত হারিয়েছিলেন। হাতের কোনির উপর থেকে ওই ব্যক্তির দুটি হাতই তৎকালীন সময়ে কাটতে হয়েছিল।মর্মান্তিক দুর্ঘটনায় নিজের হাতের শৈল্পিক কাজ হারিয়েছিলেন ওই শিল্পী।

এবার এই শিল্পীর হাতই সফলভাবে প্রতিস্থাপন করলেন গঙ্গা রাম হাসপাতালের ডাক্তাররা। মস্তিষ্কগতভাবে মৃত দক্ষিণ দিল্লির এক খ্যাতনামা স্কুলের প্রধান মিনা মেহতার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সচল ছিল। মিনা মেহেতা সুস্থ থাকাকালীন সময়ে নিজের শরীরের অঙ্গ দান করার ঘোষণা করেছিলেন। এবার মিনা মেহেতার দুটি হাতই প্রতিস্থাপন করা হলো সেই শিল্পীর হাতে। এছাড়াও মিনা মেহতার কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মোট তিনজনকে দান করা হয়েছে। গঙ্গা রাম হাসপাতালের ডাক্তারদের টানা ১২ ঘন্টার সফল অস্ত্রোপচারের পর মহিলার হাত প্রতিস্থাপন করা হয়েছে ৪৫ বছরের পুরুষের হাতে। আগামী দু-একদিনের মধ্যেই নতুন হাত সহ হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই ভাগ্যবান ব্যক্তি। ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মধ্যে এই ঘটনা রীতিমত নতুন নজির তৈরি করেছে।