সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৬ মার্চ ,,
বিশালগড় কৈয়াডেপা এলাকায় বনকর্মীদের হাতে উদ্ধার হল আড়াই লক্ষ টাকার সেগুন গাছের লগ। গোপন খবরের ভিত্তিতে চড়িলাম রেঞ্জ অফিসের রেঞ্জার বিজয় শীলের নেতৃত্বে বনকর্মীরা এই অভিযান করে। যদিও বন কর্মীরা কাউকে গ্রেফতার করতে পারেনি। বন কর্মীদের দাবি বনদস্যুরা গাড়ি বুঝাই গাছের লগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বনকর্মীরাও বনদস্যুদের গাড়ির পেছনে ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর বনদস্যুরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরে বন কর্মীরা গাড়ি বুঝাই সেগুন গাছের লগ নিয়ে রেঞ্জ অফিসে নিয়ে আসে। এই বিষয়ে তথ্য দিতে গিয়ে রেঞ্জ অফিসার বিজয় শীল জানিয়েছেন উদ্ধারকৃত সেগুন গাছের বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা।
