সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৯ জানুয়ারি,,
খেলো ইন্ডিয়ার অন্তর্গত ইউনিভার্সিটি গেইমস যোগাসন প্রতিযোগিতা হবে আগরতলায়। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি আগরতলা এনএসআরসিসি হলে চলবে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগের সংখ্যা সম্ভাব্য ১৩০ জন। খেলো ইন্ডিয়ার অন্তর্গত এই প্রতিযোগিতার আয়োজন করছে ত্রিপুরা সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানকে সর্বাত্মক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার।
সোমবার রাজ্য সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি আরো বলেন আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলায় অনুষ্ঠিত হতে চলছে সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব।
এই অনুষ্ঠানের আয়োজন করছে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর। আগরতলা শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব। ২৬ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠানের সূচনা হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার সহ, হস্তশিল্পের প্রদর্শনী থাকবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের প্রায় ৮ শত যুব প্রতিনিধি এই উৎসবে অংশগ্রহণ করবেন বলে মন্ত্রী শ্রী রায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।