সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৯ জানুয়ার,,
চাকরি দেবার প্রলোভন দেখিয়ে অসহায় মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে শাসকদলের এক মন্ডল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম রামকৃষ্ণ সাহা। তিনি বিজেপির গোলাঘাটি মন্ডলের সভাপতি।
অভিযোগ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি এক বিবাহিত মহিলাকে প্রতারিত করেন এবং মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন । গত প্রায় এক বছর যাবত ওই মহিলার সঙ্গে মন্ডল সভাপতির অবৈধ সম্পর্ক চলছে। প্রতিবেশী ওই মহিলার স্বামী সহ দুই সন্তান রয়েছে। ১২ বছর আগে মহিলার বিয়ে হয়েছিল। মহিলার স্বামী পেশায় দিনমজুর।নির্যাতিতা মহিলার স্বামীর অভিযোগ তার স্ত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে ব্যবহার করেছেন মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা। মন্ডল সভাপতির সঙ্গে এই বিবাহিত মহিলার অবৈধ সম্পর্কের জেরে মহিলার স্বামী আজ অসহায়।
১৭ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা বিভিন্ন মিছিল কিংবা বৈঠকে ভারতীয় জনতা পার্টির হয়ে জয়গান করছেন । কিন্তু তিনি যে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করে চলেছেন তা হয়তো দলের পদাধিকারীদের অনেকেরই জানা নেই। রামকৃষ্ণ সাহা মন্ডল সভাপতি হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই গোটা বিধানসভা কেন্দ্রে তার দাপট বেশি। যার কারণে ভয়ে অনেকেই মুখ খুলতে চাইছেন না। কিন্তু দলের পদাধিকারীর এই ধরনের নারী কলঙ্ক সাধারণ নাগরিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে । চরিত্রহীন মন্ডল নেতার বিরুদ্ধে দলের রাজ্য নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করেন তার অপেক্ষা করছেন নাগরিক মহল।