Home ত্রিপুরার খবর কার্যকরী সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে কংগ্রেস দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ত্রী...

কার্যকরী সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে কংগ্রেস দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। যোগ দিতে পারেন বিজেপিতে!

2

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৩ আগস্ট,,

সর্বভারতীয় সভাপতির কাছে নিজের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার কিছুক্ষণের মধ্যেই ৬ বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা বিল্লাল মিয়াকে। বুধবার ২৩ আগস্ট বিকেলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাহা বিল্লাল মিয়াকে বহিষ্কার করেছেন।

এদিনই সর্বভারতীয় কংগ্রেস সভাপতির কাছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন বিল্লাল মিয়া।

এর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিল্লাল মিয়াকে কংগ্রেস দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছেন। রাজনৈতিক সূত্রের দাবি ২০২৩ বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে নির্বাচনে টিকিটের আশায় ছিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। কিন্তু তৎকালীন সময়ে নির্বাচনে বামেদের সঙ্গে আসন ভাগাভাগিতে কংগ্রেস বক্সনগর কেন্দ্রটি সিপিআইএমকে ছেড়ে দিয়েছিল। এরপর থেকেই কংগ্রেস দলের সাথে দূরত্ব বাড়তে থাকে বিল্লাল মিয়ার। সম্প্রতি উপ নির্বাচনেও কংগ্রেস দল থেকে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়েছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। কিন্তু উপ নির্বাচনে কংগ্রেস দল কোন প্রার্থী দেয়নি। এরপর দলের পুরনো নেতা , বর্তমান কার্যকরী সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া শাসকদল বিজেপির দিকে ঝুকে যান বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে । এমনকি বিজেপি দলও উপ নির্বাচনে তাদের প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য বিল্লাল মিয়াকে বিশেষভাবে গুরুত্ব দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে বিজেপির নেতা-মন্ত্রীরা সম্প্রতি ছুটে গিয়েছিলেন বিল্লাল মিয়ার বাড়িতে। সেখানে দীর্ঘক্ষণ কংগ্রেস নেতার বাড়িতে তার সঙ্গে আলোচনা করেন বিজেপি নেতৃত্ব। সূত্রের দাবি উপ নির্বাচনের আগেই বিল্লাল মিয়াকে দলে টানতে চাইছেন ভাজপা নেতৃত্ব। যদিও বুধবার রাত পর্যন্ত বিল্লাল মিয়া আনুষ্ঠানিকভাবে ভাজপায় যোগদানের ক্ষেত্রে কোন খবর পাওয়া যায়নি। তবে তিনি কংগ্রেস দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি চেয়েছেন। বুধবার ত্রিপুরা কংগ্রেস নেতৃত্ব বিল্লাল মিয়াকে দল থেকে বহিষ্কার করে দেয়। কংগ্রেস দলের এই সিদ্ধান্তের যুক্তিকতা নিয়ে দলের মধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version