সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৩ আগস্ট,,,
মণিপুরের হিংসার ঘটনার তদন্তে দেশের সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে গঠিত সিবিআই-র বিশেষ তদন্তকারী দলে দায়িত্ব পেলেন রাজ্য পুলিশের দুই আইপিএস আধিকারিক। আইপিএস পিনাকী সামন্ত এবং আইপিএস সুব্রত চক্রবর্তীকে মনিপুর তদন্তকারী দলে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছে ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্র সচিবের স্বাক্ষরিত নির্দেশ নামা বুধবার ২৩ আগস্ট পাঠানো হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে।
প্রসঙ্গত আইপিএস পিনাকী সামন্ত বর্তমানে টি এস আর দ্বিতীয় বাহিনীর কমান্ডার। অন্যদিকে আই পি এস সুব্রত চক্রবর্তী ত্রিপুরা পুলিশের এ আই জি পি টিএসআর – র দায়িত্বে রয়েছেন। তারা দুজনই চাকরি জীবনে সৎ ,নিষ্ঠাবান এবং কর্মদক্ষ আধিকারিক হিসেবে পরিচিত রয়েছেন। এবার তাদেরকেই মনিপুরে হিংসায় জর্জরিত স্পর্শকাতর এলাকায় গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে গুরুদায়িত্ব পালনের জন্য বাছাই করেছে ত্রিপুরা সরকার। সূত্রের দাবি আগামী ১- ২ দিনের মধ্যেই রাজ্য ছেড়ে মণিপুরের উদ্দেশ্যে রওনা হবেন দুই আধিকারিক। এই বিষয়ে বলা যায় মণিপুরে কুকি সম্প্রদায়ের নাগরিকদের উপর সাম্প্রদায়িক হিংসা এবং দুই মহিলাকে নগ্ন করে অত্যাচারের পর হত্যার ঘটনা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের তদারকিতে বিশেষ তদন্তের নির্দেশ হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এসব ঘটনার তদন্ত শুরু করছে। দেশের বাছাই করা ১৫ উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে এই তদন্তকারি দলে ডাকা হয়েছে। তাদের মধ্যে দুজন ত্রিপুরার পিনাকী সামন্ত এবং সুব্রত চক্রবর্তী।