প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২২ সেপ্টেম্বর,,
উত্তর পূর্বাঞ্চলের গর্ব দেশের খ্যাতনামা সংগীত শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে ত্রিপুরাতেও শোক রয়েছে শিল্পীর অনুরাগীদের মধ্যে। বিশেষত ত্রিপুরাতে আসামের যে সমস্ত পরিযায়ী শ্রমিক এবং নাগরিকরা রয়েছেন তারা বিভিন্নভাবে নিজেদের প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সোমবার সন্ধ্যায় খয়েরপুর বোধজংনগর শিল্প নগরীতে কর্মরত আসামের শ্রমিকরা নিজেদের মতো করে শিল্পী জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন। সংক্ষিপ্ত আয়োজনে আসামের শ্রমিকরা শিল্প কারখানার সামনে সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং মোমবাতি জ্বালিয়ে শোক পালন করেন। আয়োজকদের তরফে হেমন্ত গগই বলেন জুবিন দা আমাদের হৃদয়ের স্পন্দন ছিলেন। উনার এই অকার মৃত্যুতে আমরা শোকগ্রস্ত। আসামে না থাকায় আমরা উনার অন্তিম যাত্রায় শামিল হতে পারেনি। আগরতলা থেকেই আমরা উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং উনার চিরশান্তি কামনা করছি।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
প্রসঙ্গত বোধজঙনগর শিল্প কারখানায় আসামের প্রায় ৩ শত শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের কয়েকজনকে দিন মোমবাতি হাতে প্রিয় শিল্পীর জন্য অশ্রু ঝরাতে দেখা গেছে।