প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ সেপ্টেম্বর,,
রাজ্যে নারী নির্যাতন, বিরোধীদলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ২৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে ঘেরাও করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এআইসিসি দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে দুদিন ব্যাপী আলোচনাক্রমে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যে আইনের শাসন নেই। তাই পুলিশের ঘুম ভাঙতে ২৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে ঘেরাও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্বদেশ কংগ্রেস সভাপতি বলেন পুলিশ অধিকাংশ ক্ষেত্রে থানায় মামলা নিতে চাইছে না। মামলা নিলেও সেই মামলায় কোন পদক্ষেপ গৃহীত হচ্ছে না। রাজ্যে ভয়ানক বন্যার পরও বিজেপির নেতৃত্বে অন্যায়,অবিচার, নিপীড়ন, মহিলাদের উপর নির্যাতন জারি রয়েছে। সাধারণ মানুষ শাসক দলের এসব অত্যাচার থেকে পরিত্রাণ পেতে চাইছে। অগণতান্ত্রিকভাবে একটার পর একটা নির্বাচন করে যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অনৈতিকভাবে, অবৈধ উপায়ে বলপূর্বক দখল করে নিয়েছে আরক্ষা প্রশাসন, রাজ্য নির্বাচন কমিশন সেই শাসক দলের তল্পিবাহক বাহক হয়ে কাজ করছে। এই রাজ্যের মানুষ আরক্ষা প্রশাসনের বিচার পায় না। আরক্ষা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এই রাজ্যে দেখা যায় না। বিরোধীদলের নেতা কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। কংগ্রেসের তরফে ইতিপূর্বে অনেকবার আলোচনা এবং ডেপুটেশন দিয়ে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু সেই অনুরোধ উপেক্ষিত হয়েছে। এসব কারণেই চূড়ান্ত পর্যায়ে কংগ্রেস সর্ব সিদ্ধান্ত ক্রমে ২৩ সেপ্টেম্বর আগরতলায় পুলিশ সদর দপ্তরের আধিকারিককে ঘেরাও করার কর্মসূচি হাতে নিয়েছে। আশীষ বাবু জানান ঐদিন সকাল ১১ টায় সারা রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকরা প্রথমে রবীন্দ্রভবন থেকে আগরতলা প্রেসক্লাব পর্যন্ত জায়গায় জমায়েত করবেন । পরে সেখান থেকে পুলিশ সদর দপ্তর পর্যন্ত গিয়ে ঘেরাও করা হবে। আগামী দিনের এই কর্মসূচিকে সার্থক করতে দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।