প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ সেপ্টেম্বর,,
কীটনাশক ঔষধ খেয়ে নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বিশালগড় অরবিন্দ নগরে। মৃত নাবালিকার নাম জুলেখা আক্তার। বাবার নাম আব্দুল লতিফ। ১৭ বছরের জুলেখা আক্তার উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে সদ্য কলেজে ভর্তি হয়েছিল। বুধবার সে নিজের বাড়িতে কীটনাশক ঔষধ আত্মহত্যার চেষ্টা করে। দুদিন জিবি হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়। পরিবার সূত্রের বিবরণ ভালবাসার সম্পর্কের জেরে সে আত্মহত্যা করেছে। তবে এই আত্মহত্যার ঘটনাকে মৃতের পরিবার প্ররোচনার অভিযোগ তুলেছেন। পরিবারের লোকেদের দাবি আকাশ নামের এক যুবক এই নাবালিকাকে মেসেজ করে সম্পর্ক করতে চাপ দিয়েছিল। সেই চাপ সহ্য করতে না পেরে নাবালিকা আত্মহত্যা করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আত্মহত্যার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। কলেজ পড়ুয়া নাবালিকার মৃত্যুর ঘটনায় পরিবার শোকস্তব্ধ রয়েছে।