Home ত্রিপুরার খবর আগরতলা খবর শহর জুড়ে বেআইনি পার্কিং; বিশেষ অভিযান পুর নিগমের নেতৃত্বে পুলিশ প্রশাসনের।

শহর জুড়ে বেআইনি পার্কিং; বিশেষ অভিযান পুর নিগমের নেতৃত্বে পুলিশ প্রশাসনের।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ সেপ্টেম্বর,,

দুর্গোৎসবের আগে শহরকে যানজট মুক্ত রাখতে বেআইনি পার্কিং নিয়ে এবার একযোগে অভিযান শুরু করল ট্রাফিক পুলিশ, আগরতলা পুর নিগম এবং পরিবহন দপ্তর। বৃহস্পতিবার দিনে আগরতলার ব্যস্ততম শহরগুলিতে এই অভিযান চলে। অভিযানের নেতৃত্বে ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার সহ ট্রাফিক পুলিশের সহকারি সুপার এবং পরিবহন দপ্তরের সিনিয়র ইন্সপেক্টররা।

(ভিডিও প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

শহরের বেশ কয়েক জায়গায় প্রশাসনের আধিকারিক দল বেআইনি পার্কিংয়ের জন্য যানবাহন আটক করে এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়। শহরের কয়েক জায়গাতে বেআইনি পার্কিংয়ের জন্য ক্রেন দিয়ে তুলে নেওয়া হয় ব্যক্তিগত যানবাহন। ট্রাফিক পুলিশের অতিরিক্ত সুপার সুদাম্বিকা আর জানিয়েছেন দূর্গা পূজার আগে এই ধরনের অভিযান নিয়মিত জারি থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version