প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৯ ডিসেম্বর,,
আগরতলা রেলস্টেশনে হামসফর এক্সপ্রেসে পৃথক দুটি কামরায় তল্লাশি চালিয়ে পাঁচ শতাধিক এস্কফ সিরাপ উদ্ধার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। সোমবার বিকেলে আগরতলা থেকে রওয়ানা হয় হামসফর এক্সপ্রেস। ট্রেন রউনা হওয়ার আগে যথারীতি তল্লাশি চলায় জিআরপি থানার পুলিশ। রেলের ভেতরে বি-৩ এবং বি-৫ নম্বর কোচে তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ উদ্ধার হয়। এই ব্যাগ গুলোতে ৫১৯ বোতল এস্কফ সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের দাবি এই ব্যাগগুলি বেওয়ারিশ অবস্থায় ছিল। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য ২ লক্ষ ৭ হাজার টাকা বলে জিআরপি থানার পুলিশ জানিয়েছে।