Home ত্রিপুরার খবর আগরতলা খবর অনুপ্রবেশ: নাইজেরিয়ান সহ বিএসএফের হাতে ধৃত ৫

অনুপ্রবেশ: নাইজেরিয়ান সহ বিএসএফের হাতে ধৃত ৫

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৯ ডিসেম্বর,,

গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে ১ নাইজেরিয়ান সহ ৩ বাংলাদেশী নাগরিককে আটক করল বিএসএফ। বিএসএফের তৎপরতায় ধরা পড়েছে এক ভারতীয় টাউট। বিএসএফের প্রেস বিবৃতিতে পাওয়া তথ্য অনুযায়ী আগরতলা রেল স্টেশন থেকে সোমবার বিকেলের দুই বাংলাদেশী পুরুষ এবং মহিলা ধরা পড়েছে। তাদের সঙ্গে দুটি শিশু রয়েছে। অন্যদিকে সিপাহীজলা জেলার কৈয়াডেপা এলাকা থেকে বিএসএফের হাতে ধরা পড়ে একে নাইজেরিয়ান যুবক। ধৃত যুবকের নাম মেক্সওয়েল নৌকি(৩৫)। তাকে সীমান্ত পারাপার করতে সহযোগিতা করায় সুরজ প্রসাদ নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বিএসএফ। একইভাবে উত্তর ত্রিপুরা জেলায় বিএসএফের তৎপরতায় ধরা পড়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ১৫ বছরের এক বাংলাদেশী নাবালিকা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশের ঘটনা বেড়ে গেছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফের। বিএসএফের তৎপরতায় প্রায় প্রতিদিন অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version