প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ ডিসেম্বর,,
গত অক্টোবর মাসে শারদ উৎসবে চাঁদা সংগ্রহের ঝামেলাকে কেন্দ্র করে সামাজিক উত্তেজনা ছড়িয়েছিল রাজ্যের উত্তর জেলার কদমতলা এলাকায়। দুটি সম্প্রদায়ের মধ্যে অস্থিরতায় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি চালাতে হয়েছিল। অভিযোগ তৎকালীন সময়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল স্থানীয় ব্যবসায়ী যুবক আলফেজ আলি আহমেদ ,পিতা আমির উদ্দিনের। মৃত যুবকের স্ত্রী স্বপ্না বেগমের অভিযোগ তাকে তৎকালীন সময়ে একজন পুলিশ আধিকারিক ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৬ অক্টোবর ঘটনার পর প্রায় দুই মাস অতিক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবারে কোনো সরকারি সাহায্য পায়নি।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
অভিযোগ ক্ষতিপূরণের পরিবর্তে বর্তমান সময়ে পুলিশ তাদের ছোড়া গুলিতে আলফেজ আলীর মৃত্যুর ঘটনা অস্বীকার করছে। এই পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে এদিন মৃত আলফেজের স্ত্রী স্বপ্না বেগম এবং তার পরিবারের সদস্যরা রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে ছিল সিপিআইএমএল দলের ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্ব। তারা মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।