প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ সেপ্টেম্বর,,
সোমবার ১৬ সেপ্টেম্বর আরবি ১২ রবিউল আউয়াল। ইসলাম ধর্মমতে এই দিনেই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিল বিশ্ব শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। গোটা বিশ্বের সাথে রাজ্যেও ধর্মপ্রাণ মুসলিমরা যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। সোমবার হযরত মুহাম্মদের জন্মদিনকে সামনে রেখে রবিবার কৈলাশহরে বাজার জামে মসজিদে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । রক্তদান শিবিরে ধর্মপ্রাণ যুবকরা স্বেচ্ছা রক্ত দান করেন। উপস্থিত ছিলেন এলাকার নেতা বদরুজ্জামান সহ অন্যান্যরা।
অন্যদিকে হযরত মুহাম্মদের জন্মদিন উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০টায় ইন্দ্রনগর গাউছিয়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ শোভাযাত্রা। ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে এই শোভাযাত্রা আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করবে এবং পরবর্তীকালে পুনরায় মসজিদে এসে শেষ হবে।
সেখানে বিশেষ প্রার্থনা এবং তবরুকের ব্যবস্থা রয়েছে।
নবীর জন্মদিনকে সামনে রেখে মানবিক কর্মসূচির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই গাউছিয়া সমিতির তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।
এছাড়াও বিশ্ব নবীর জন্মদিনকে কেন্দ্র করে গোটা রাজ্যেই মুসলিম সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। মসজিদ গুলিতে বিশেষ নামাজ, দোয়া আদায় সহ বাড়িঘরে অনেকে বিশেষ দোয়ার ব্যবস্থা করেছেন।