প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ১৫ সেপ্টেম্বর,,
সুশাসনের ত্রিপুরায় এবার জঙ্গলের রাজত্ব চলছে বিশালগড়ে? প্রকাশ্য দিন দুপুরে রাস্তার উপরে এক যুবককে পিটিয়ে বাইকে করে অপহরণের ঘটনায় এই অভিযোগ উঠেছে নাগরিক মহলে। স্থানীয় মহলের অভিযোগ পাচারকারীদের চিনির গাড়ি পুলিশের হাতে ধরিয়ে দেওয়ায় রাস্তায় সন্দেহভাজন সেই যুবককে আটক করে প্রথমে প্রচন্ড মারধর করা হয় পড়ে তাকে ভয়ানক কায়দায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার বেলা আড়াইটা নাগাদ এই ঘটনা সংগঠিত হয় বিশালগড় থানা দিন বিশালগড় নামার বাজারে।
আক্রান্ত যুবকের নাম সুজিত দাস বলে জানা গেছে। তার বাড়ি ভেলুয়ারচড় । সূত্রের দাবি সে পেশায় গাড়ি চালক। সম্প্রতি সীমান্ত এলাকায় একটি চিনির গাড়ি ধরা পড়ার ঘটনায় সে পুলিশকে তথ্য দিয়েছিল বলে পাচারকারীদের সন্দেহ হয়। সেই সন্দেহের জেরে এদিন তাকে বিশালগড়ে রাস্তার উপর আটক করে মারধর করা হয় এবং অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। সেই মারধর এবং অপহরণের ঘটনার ভিডিও সহ ইতিমধ্যেই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মহল বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। কিন্তু পুলিশের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে ত্রিপুরাবাসী এতদিন রাস্তার উপর এই ধরনের ঘটনা টিভির পর্দায় বিহার কিংবা ঝাড়খন্ডে হতে দেখেছেন। বর্তমানে এসব ঘটনা দেখা যাচ্ছে সুশাসনের ত্রিপুরা রাজ্যে। স্বাভাবিকভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে অস্বস্তি বাড়ছে নাগরিক মহলে।