Home জাতীয় খবর মক্কায় অসুস্থ ত্রিপুরার একাধিক হজযাত্রী,মৃত্যুর কোন খবর নেই : চেয়ারম্যান

মক্কায় অসুস্থ ত্রিপুরার একাধিক হজযাত্রী,মৃত্যুর কোন খবর নেই : চেয়ারম্যান

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২০ জুন,,

মক্কায় হজ পালন করতে গিয়ে তীব্র দাবদাহে মৃত্যু হল ছয় শতাধিক হজ যাত্রীর। এই মৃত্যুর তালিকায় ভারতের ৬৮ জনের নাম রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অসুস্থ রয়েছেন দেড় হাজারের বেশি। সোমবার দেশে যখন ঈদ-উল-আযহার আনন্দ ছিল তখনই মক্কায় হজ যাত্রীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শোকের ছায়া তৈরি হয়েছে। । অন্যদিকে মক্কায় মৃত ভারতীয়দের মধ্যে রাজ্যের কোন হজ যাত্রীর নাম নেই । তবে তীব্র গরমের কারণে রাজ্যের একাধিক হজ যাত্রী অসুস্থ রয়েছেন বলে ত্রিপুরা হজ কমিটির মাধ্যমে জানা গেছে। অসুস্থদের মধ্যে একজন মহিলাকে সেখানে হাসপাতালে স্থানান্তর করতে হয়। তবে ইন্টারনেট সংযোগে অধিকাংশ হজযাত্রীর সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ থাকায় এই বিষয় নিয়ে রাজ্য এখনো পর্যন্ত তেমন কোনো উদ্বেগ নেই। প্রসঙ্গত বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের ভারত এবং ত্রিপুরা রাজ্যের ধর্মপ্রাণ মুসলিমদের কয়েকজন মক্কায় হজ্জ পালনে গেছেন। গত ১২ মে রাজ্য থেকে ৩৮ জন মহিলা হজ যাত্রীসহ মোট ১০৯ জন প্রথমে কলকাতা এবং পরে সৌদি আরবের মক্কায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা সুষ্ঠুভাবে মক্কায় পৌঁছেন। এবছর জিলহজ্ব মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হজ পালিত হয়। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহার দিনে মক্কায় প্রচন্ড গরম ছিল। তাপমাত্রা ৫১ ডিগ্রী সেলসিয়াসের উপরে চলে গিয়েছিল। এই গরমের মধ্যে হজ পালন করতে গিয়ে অনেক হজ যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন দেশ থেকে আগত ৬ শতাধিক হজ যাত্রী মারা যান। সেই মৃতের তালিকায় প্রায় ৭০ জন ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এদের মধ্যে ত্রিপুরার কেউ নেই বলে জানিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার।

(রাজ্য থেকে হজে রওনা হওয়ার আগের ফাইল ছবি)

শাহ আলম মজুমদার বলেন রাজ্যের অধিকাংশ হজযাত্রী সুস্থ রয়েছেন। দু একজন অসুস্থ হলেও সেখানে উপস্থিত ভারতীয় প্রতিনিধিরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করে। ত্রিপুরার একজন মহিলা হজ যাত্রীকে সাময়িক সময়ের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। হজ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং কিছুদিন ঘোরাফেরার পর জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যের হজযাত্রীরা ফিরে আসবেন বলে শাহ আলম সাহেব জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version