প্রতিধ্বনি প্রতিনিধি,, বিলোনিয়া,, ২০ জুন,,
ত্রিপুরার ছেলেমেয়েদের ত্রিপুরাতেই উন্নত নার্সিং শিক্ষার ব্যবস্থা দিতে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে চালু হচ্ছে অষ্টলক্ষী ডেভলপমেন্ট সোসাইটি পরিচালিত এস আর গ্রুপ অফ ইনস্টিটিউশন নার্সিং কলেজ। শান্তিরবাজার বোকাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরনো স্কুলবাড়িতে নতুন করে তৈরি হয়েছে এই নার্সিং কলেজ। ইতিমধ্যেই রাজ্য সরকারের অনুমোদিত এএনএম এবং জি এন এম কোর্সে এই নার্সিং কলেজে ভর্তি নেওয়া শুরু হয়ে গেছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কলেজ পরিচালন কমিটি।
অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত এই নার্সিং কলেজে রয়েছে ডিজিটাল ক্লাসরুম এবং দক্ষ ফ্যাকাল্টিদের দ্বারা শিক্ষাদানের ব্যবস্থা। শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এর তত্ত্বাবধানে কয়েকজন তরুণ এই কলেজে পরিচালনার দায়িত্বে রয়েছেন। কলেজ পরিচলন বোর্ডের সদস্যরা বলেন রাজ্যে কয়েকটি নার্সিং কলেজ থাকলেও অধিকাংশই রাজধানী কেন্দ্রিক। তাছাড়া প্রতিবছর রাজ্যে যে পরিমাণ ছাত্র-ছাত্রী নার্সিং কলেজে ভর্তি হতে চাইছেন তার জন্য রাজ্যের কলেজগুলোতে পর্যাপ্ত আসন নেই। এই অবস্থায় পরিস্থিতির শিকার হয়ে অনেক ছাত্রছাত্রী বাইরের বিভিন্ন রাজ্যে মোটা টাকার বিনিময়ে নার্সিং পড়তে যাচ্ছেন। তাদের একটা অংশ বহিরাজ্যে প্রতারণার শিকার হচ্ছেন এবং পরিবার থেকে দূরে গিয়ে নানা জটিলতায় পড়ছেন। রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার সামাজিক দায়িত্ব নিয়েই এই কলেজ খোলার পরিকল্পনা বলে তাদের অভিমত। শান্তির বাজার মহকুমায় এই উন্নত মানের নার্সিং কলেজ চালু হওয়ায় ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে অনেকটাই উৎসাহ রয়েছে।