প্রতিধ্বনি প্রতিনিধি,, ১৯ জুন,,
উত্তর প্রদেশ অযোধ্যায় রাম মন্দিরে গুলিতে এক নিরাপত্তার রক্ষীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত জোয়ানের নাম শত্রুঘ্ন বিশ্বকর্মা (২৫) । তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স তথা এসএসএফ জোয়ান ছিলেন। রাম মন্দির চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। তার বাড়ি উত্তর প্রদেশ আম্বেদকর নগর।
বুধবার সকালে কর্মস্থলে নিজের বন্দুকের গুলিতেই তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে পুলিশ এখনো সরকারিভাবে কিছুই জানায়নি। মৃত জোয়ানের দেহ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ মৃত জোয়ানের সার্ভিস বন্দুক সহ মোবাইল বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। বিশ্বখ্যাত রাম মন্দিরে এই ধরনের গুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত এর আগেও একবার রাম মন্দির চত্বরে এই ধরনের ঘটনা ঘটেছে । মার্চ মাসে মন্দিরে নিরাপত্তায় নিয়োজিত একজন পিএসসি প্লাটুন কমান্ডার গুলিবিদ্ধ হয়েছিলেন।