Home জাতীয় খবর ভোটের নামে প্রহসন চলছে! অভিযোগ ইন্ডিয়া জোট প্রার্থীর।

ভোটের নামে প্রহসন চলছে! অভিযোগ ইন্ডিয়া জোট প্রার্থীর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ এপ্রিল,,

ভোটের নামে প্রহসন চলছে রাজ্যে ! বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ইন্ডিয়া জোটের পুলিং এজেন্টের বাড়ি ঘরে তালা দেওয়া হয়েছে। তাদের হুমকির মুখে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে রাজধানীর মহারানী তুলসীবতি স্কুলে ভোট প্রদান করতে এসে এই অভিযোগ করেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন এই স্কুলের মধ্যেই চারটি বুথ রয়েছে। এর মধ্যে তিনটিতে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।

বিরোধীদলের এজেন্টদের ভূতে ঢুকতে না দেওয়ার বিষয়টি জানিয়ে প্রার্থী আশীষ কুমার সাহা পুলিশ আধিকারিক, পুলিশের অভজারবার এবং রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন সাড়া পাননি। রিটার্নিং অফিসার আশ্বস্ত করেছিলেন বাড়ি থেকে এজেন্টদের এনে ভোটকেন্দ্রে ঢোকানো হবে। কিন্তু আধঘন্টা অপেক্ষা করার পরও তিনি (আশীষ সাহা) তাদের দেখা পাননি বলে অভিযোগ। প্রতাপগড় বিধানসভা কেন্দ্র, সূর্যমনিনগর, রামনগর সহ আগরতলা শহরের বাইরে বিলোনিয়া, বক্সনগর, সোনামুড়া, উদয়পুর থেকে এই ধরনের অভিযোগ আসতে বলে তিনি দাবি করেছেন। পোলিং এজেন্ট এর পাশাপাশি বিভিন্ন স্থানে ভোটারদেরকেও লাইন থেকে বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ। আশীষ কুমার সাহা বলেন ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর সংগ্রহ করার পর এই বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন। যদিও পশ্চিম জেলার পুলিশ সুপার ডাক্তার কিরন কুমার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বলেন ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ভোটকে কেন্দ্র করে ছোটখাটো অভিযোগ উঠে আসলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে এসপি সাহেবের দাবি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version